BRAKING NEWS

ভারতীয় মহিলা ক্রিকেট দলের ফিল্ডিং কোচ নির্বাচিত হলেন ত্রিপুরার শ্রাবণী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর।। সাফল্যের ঝুলিতে জুড়লো আরেকটি পালক। কোচ শ্রাবণী দেবনাথের। দেশের বিভিন্ন রাজ্যের ক্রিকেট দলের কোচিং করানোর পর এবার ভারতীয় দলের কোচ নির্বাচিত হয়েছেন ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট দলের কোচ শ্রাবণী দেবনাথ। ১৩-‌২০ নভেম্বর ভাইজাকে অনুষ্ঠিত ৪ দলীয় আসরে (‌ভারত ‘‌এ’, ‘‌বি’, শ্রালঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ‌‌)‌ এবং ২৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত মুম্বাইয়ে অনুষ্ঠিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসরে ভারতীয় মহিলা দলের ফিল্ডিং কোচ নির্বাচিত হয়েছেন ৩১ বছর বয়সী ত্রিপুরার শ্রাবণী। শুক্রবার সকালে এখবর খোদ জানান শুভ্রজিৎ (‌বাপি) এবং স্বপ্না দেবনাথের দুই মেয়ের ছোট শ্রাবণী। এবারই প্রথম ভারতীয় দলের কোচ নির্বাচিত হয়েছেন। স্বভাবতই খুশির হাওয়া গোটা পরিবারে। বি সি সি আই থেকে ওই খবর আসতেই মেয়েকে মিস্টি মুখ করান ওর বাবা ও মা। পরে শ্রাবণী বলেন,”আমার সামনে নতুন চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জ জয় করতেই হবে আমাকে। নিজের অভিজ্ঞতা সব উজার করে দেবো। চেষ্টা করবো দেশকে সাফল্য এমনে দিতে। এর জন্য রাজ্যবাসীর আশির্বাদ এবং শুভেচ্ছা কামনা করি”। বিকেলে রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের সঙ্গে দেখা করেন শ্রাবণী। টি সি এ-‌র প্রতিটি কর্তা অভিনন্দন জানিয়েছেন শ্রাবণীকে। নিজেদের প্রীয় কোচকে অভিনন্দন জানিয়েছেন রাজ্য মহিলা দলের ক্রিকেটাররাও। প্রসঙ্গত:‌ শ্রাবণীর প্রশিক্ষণে‌‌ এবার প্রথমবারের মতো জাতীয় সিনিয়র ক্রিকেটের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিলো ত্রিপুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *