BRAKING NEWS

মহারাষ্ট্রে বৃষ্টি ও বন্যায় মৃত্যু বেড়ে ১২০, রাজ্যের ২৮টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

মুম্বই, ১২ আগস্ট (হি.স.) : প্রবল বৃষ্টি ও বন্যায় রীতিমতো বেহাল অবস্থা মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলায়। বৃষ্টি ও বন্যায় মহারাষ্ট্রের ২৮টি জেলায় শুক্রবার দুপুর পৰ্যন্ত মৃত্যু হয়েছে ১২০ জনের। বিগত ২৪ ঘন্টাতেই মৃত্যু হয়েছে ৫ জনের, ওয়ার্ধা, নাসিক ও পালঘরে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ২৮টি জেলা হল-পুণে, সাতারা, সোলাপুর, নাসিক, জলগাঁও, আহমেদনগর, বিড, লাতুর, ওয়াসিম, ইয়াভাতমাল, ধুলে, জালনা, আকোলা, ভান্দারা, বুলধানা, নাগপুর, নান্দুরবার, মুম্বই শহরতলি, পালঘর, থানে, নান্দেদ, অমরাবতী, ওয়ার্ধা, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, গড়চিরৌলি, সাংলি ও চন্দ্রপুর। এই ২৮টি জেলায় এখনও পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৯৫ জন।

মহারাষ্ট্রের এই ২৮টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৩১৬টি গ্রাম। মোট ২৪০টি প্রাণীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ১৯,১৩৫ জনকে নিরাপদ স্থানে উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *