Kunal Ghush summoned : কুণাল ঘোষকে আগরতলা পশ্চিম থানায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলো

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর।। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে আগরতলা পশ্চিম থানায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলো। শনিবার কুনাল ঘোষ পশ্চিম থানায় আসেন।রবিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সরকারের কথা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর কে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক প্রচার শুরু করেছে। এরইমধ্যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে পশ্চিম থানায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।

এ নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কুনাল ঘোষ পুলিশের কাছ থেকে নোটিশ পেয়ে পশ্চিম থানায় আসেন। তিনি বলেন তিনি পুলিশের যেকোনো নোটিশে সহযোগিতা করতে প্রস্তুত। প্রসঙ্গক্রমে তিনি বলেন রবিবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সফরের প্রাক্কালে রাজ্যে যখন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকরা ব্যাপক প্রচারের সামিল হয়েছেন তখন মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের প্রচার বানচাল করার লক্ষ্যে তারা নানা কৌশল নিচ্ছ বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। কুনাল ঘোষ বলেন রাজনীতি হবে ইস্যুর ভিত্তিতে। ধর্মের ভিত্তিতে রাজনীতি নয়। আগরতলা পশ্চিম থানায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ আধিকারিকরা তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেও তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *