Farmers rally in Agartala : উত্তরপ্রদেশে কৃষক হত্যার প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল কৃষক সভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ সারা ভারত কিষান সভা রাজ্য কমিটির উদ্যোগে মঙ্গলবার রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সভা সংগঠিত করা হয়৷ সারা ভারত কিষান সভা রাজ্য কমিটি মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে থেকে তিন দফা দাবির ভিত্তিতে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে৷ বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরয়েন্ট চৌমুহনীতে এসে সমবেত হয়৷ সেখানে জমায়েত স্থলে বক্তব্য রাখেন,সারা ভারত কিষান সভার রাজ্য কমিটির সভাপতি অঘোর দেববর্মা সহ অন্যান্যরা৷


রাজ্য কমিটির সভাপতি বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার কৃষকদের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে৷ এভাবে এর ষড়যন্ত্র করে দমন-পীড়ন চালিয়ে কৃষক আন্দোলন কোন ভাবেই স্তব্ধ করা যাবে না বলে তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন৷ কেন্দ্রীয় সরকারের এই নীতির ফলে কৃষক আন্দোলন আরো চাঙ্গা হবে বলে তিনি মনে করেন৷ কৃষকরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারাদেশে আন্দোলনে বহাল থাকবে বলেও তিনি জানিয়েছেন৷


উত্তর প্রদেশের লখিনপুরে গাড়িচাপা দিয়ে কৃষক হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন তিনি৷ এই ঘটনার সঙ্গে জড়িত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পুত্রের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি৷ ঘটনার দায় স্বীকার করেকেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির বরখাস্ত দাবি করেছেন অঘোর দেববর্মা৷
বিক্ষোভ মিছিল ও সভা থেকে আসন্ন নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানানো হয়েছে৷ প্রতিবাদ বিক্ষোভ সভায় সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷