সম্মানরক্ষার ম্যাচে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে বাংলাদেশ

আবুধাবি, ২৭ অক্টোবর (হি.স) : টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে বাংলাদেশ। আর এই জিততে মরিয়া বাংলাদেশ। ম্যানেজমেন্টে সিদ্ধান্ত নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। সমালোচকদের মুখ বন্ধ করতে আজকের ম্যাচ জয় করাই হল একমাত্র রাস্তা।
বিশ্বকাপের গ্রুপ ১ এর শীর্ষে আছে ইংল্যান্ড। একটি ম্যাচ খেলে সেটিতেই জিতেছে ইয়ন মর্গ্যানরা। ওয়েস্ট ইন্ডিজকে প্রায় দুরমুশ করেছে তারা। অন্যদিকে সুপার ১২ এ নিজেদের প্রথম ম্যাচে ভালো শুরু করেও হেরেছে বাংলাদেশ। গ্রুপ থেকে শীর্ষে শেষ করা দুটি দল সেমিফাইনালে যাবে। ফলে সেমিফাইনালে যেতে গেলে বাংলাদেশকে জিততেই হবে বাকি ম্যাচগুলো।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দারুণ খেলে অভিযান শুরু করেছে ইংল্যান্ড। মার কাটারি ওয়েস্ট ইন্ডিজকে এত সহজে ইংল্যান্ড দুরমুশ করতে পারবে তা ভাবতেও পারেনি কেউ। বাংলাদেশের বিরুদ্ধেও একই পরিকল্পনা করতে পারে ইংল্যান্ড। ফলে ঘাতক হয়ে দাঁড়াতে পারেন আদিল রশিদ।
এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্ষেত্রে দুই দল টি-২০ তে মুখোমুখি হয়নি। ফলে দুই দলের কাছেই এই ম্যাচটা চ্যালেঞ্জের। জেসন রয় ও জস বাটলারের বিরুদ্ধে ভালো রেকর্ড আছে শাকিবের। ফলে নতুন বল হাতে শাকিবকে আজ দেখা যেতে পারে। উল্টো দিকে একই ভূমিকায় দেখা যেতে পারে মইন আলিকে। তবে আজকের ম্যাচেও চোটের জন্য মার্ক উডকে পাবে না ইংল্যান্ড। বাংলাদেশ দলে কোনও চোট আঘাতের সমস্যা নেই।

ইংল্যান্ড দলের সম্ভাব্য একাদশ
জেসন রয়, জয় বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টিমাল মিলস

বাংলাদেশ-র দলের সম্ভাব্য একাদশ
মহম্মদ নইম, লিটন দাস/সৌম্য সরকার, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদি হাসান, মহম্মদ সইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান