BRAKING NEWS

One killed in Kashmir : কাশ্মীরে ফের গুলির লড়াই, নিহত এক

শ্রীনগর, ২৪ অক্টোবর (হি.স) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের মাঝেই রক্তাক্ত উপত্যকা। কাশ্মীরে চলছে সন্ত্রাস দমন অভিযান। তার মাঝেই রবিবার আবারও জঙ্গি হামলা। জঙ্গি-নিরাপত্তারক্ষীদের গুলির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হল এক সাধারণ নাগরিকের। ঘটনাটি ঘটেছে জম্মু -কাশ্মীরের সোপিয়ানের বাবাপোরা ও জাইনাপোরা অঞ্চলে। জানা গিয়েছে, নিহত ব্যক্তি পেশায় দুধওয়ালা। নাম শাহিদ আহমেদ।

৩৭০ ধারা বিলোপের পর এই প্রথম কাশ্মীর সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপত্যকার নিরাপত্তা খতিয়ে দেখতে শনিবারই সেখানে পৌঁছান তিনি। একইসঙ্গে শ্রীনগরে রাজভবন চত্ত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। গোটা উপত্যকায় নিরাপত্তায় বাড়তি জোর। তারই মাঝে এমন ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
সম্প্রতি উপত্যকায় জঙ্গি সক্রিয়তা বেড়ে যাওয়ার খবর মিলেছিল। জঙ্গিদের হাতে মারা যান ১৩ জন সাধারণ নাগরিক। এর পরই ভারতীয় সেনার একের পর এক অভিযানে আটক ৭০০ জন সন্দেহভাজন। রবিবার ১৪ তম সন্ত্রাস দমন অভিযান চলার সময়ও ঘটে বিপত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *