নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ আবারও যান দুর্ঘটনা ঘটেছে কমলপুরে৷ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কমলপুরের মানিক ভান্ডার মরজিদ সংলগ্ণ এলাকায় পারমিতা পাল (২০) নামে এক মহিলাকে অলটো গাড়ি ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়৷ রক্তাক্ত অবস্থায় মহিলা পড়ে থাকতে দেখে স্থানীয়রা কমলপুর ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন৷ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গুরুতর আহত মহিলাকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়৷
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করে দেন৷ আহত মহিলা সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ কলাছড়ি থেকে মানিক ভান্ডার বাজারে নিজ বাড়িতে যাচ্ছিল৷এমন সময় এই যান দুর্ঘটনা ঘটে৷ বর্তমানে মহিলার অবস্থায় আশঙ্কাজনক৷
এদিকে, তেলিয়ামুড়ার হাওয়াই বাড়িতে পথ দুর্ঘটনায় দু’’জন গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে৷ একটি দ্রুতগামী মারুতি গাড়ি এসে পেছন দিক থেকে বাইকে ধাক্কা দিলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ যান দুর্ঘটনা অব্যাহত তেলিয়ামুড়া মহকুমা জুড়ে৷ বৃহস্পতিবার রাতে বাইক ও মারুতি গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুই জন৷ এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷
ঘটনার বিবরণে জানা যায়,নিজেদের বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি শূকরের ফার্ম সংলগ্ণ এলাকায় আসা মাত্রই টিআর০৬ বি ৮২২৩ নম্বরের একটি পালসার বাইকের পেছনের দিক থেকে সজোরে ধাক্কা দেয় একটি টিআর ৬এ ০৫৬১ নম্বরের একটি মারুতি গাড়ি৷ এতে বাইকে থাকা দুজন যথাক্রমে প্রবণ বণিক ও সুমন সাহা আহত হয়৷ এর মধ্যে প্রণব বণিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রথমে তাকে প্রেরণ করেন উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে৷ পরবর্তীতে সুমন সাহাকেও পাঠানো হয় আগরতলা জিবি হাসপাতালে৷ এর মধ্যে প্রণব বণিকের অবস্থা আশঙ্কাজনক৷ তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে৷ তারা কালী পুজোর চাঁদা আদায় করে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা বলে জানা গেছে৷ যে গাড়িটি তাদের পেছন দিক থেকে ধাক্কা দিয়েছে সেই গাড়ির চালক নাকি বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত৷
নিজেদের প্রাণ বাঁচাতে এই গাড়িতে থাকা গাড়ির চালক এবং অপর আরেক যুবক ঘটনাস্থল থেকে চম্পট দেয়৷তবে প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে দ্রুত গতিতে যান চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে৷তেলিয়ামুড়া থানার পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷

