BRAKING NEWS

কংগ্রেসের সঙ্গে জোটই ভরাডুবির কারণ, কেন্দ্রীয় কমিটির বৈঠকে কাঠগড়ায় বিমান বসুরা

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স) : ২০২১ বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোটের জন্যই ভরাডুবি হয়েছে সিপিএমের। ঠিক এই সুরেই বঙ্গ সিপিএমকে তুলোধনা করল কেরলসহ সিপিএমের দক্ষিণ শাখা। শুক্রবার থেকে তিনদিনের বৈঠকে পার্টির রাজনৈতিক ও সাংগঠনিক খসড়া প্রস্তাবের বিষয় নিয়ে আলোচনায় বসেছে কেন্দ্রীয় কমিটি। বাংলায় তৃণমূলকে নিয়ে সিপিএমের অবস্থান ঠিক করাটাই প্রাধান্য পাচ্ছে। কেরলে যেমন কংগ্রেস বরাবর সিপিএমের প্রধান শত্রু। সেখানে বাংলায় জোট করা নিয়ে কম প্রশ্নের মুখে পড়তে হয়নি হাইকমান্ডকে। একই অবস্থা ত্রিপুরাতেও। বিজেপি প্রধান প্রতিপক্ষ হলেও সিপিএম এবং কংগ্রেস দুই মেরুতে। তাই ২০২৪ এর লোকসভাতে কোন রণনীতিতে এগোবে সিপিএম সেই নিয়েই বৈঠকে কথা হয়। আগামী বছর এপ্রিলে কেরলে হতে চলেছে সিপিএমের ২৩তম পার্টি কংগ্রেস। তার আগে জানুয়ারিতে শেষ কেন্দ্রীয় কমিটির বৈঠক বসবে।

আগামী লোকসভা নির্বাচনে পার্টির রাজনৈতিক রণকৌশলের লাইন নিয়েও আলোচনা হওয়ার কথা এই বৈঠকে। একুশের নির্বাচনে সিপিএম-কংগ্রেস জোট এবং পরাজয় নিয়েই বাংলার বামেদের বিরুদ্ধে অভিযোগ তোলে কেন্দ্রীয় নেতৃত্ব। পাল্টা বাংলার নেতৃত্ব বলেছে, প্রতিটি রাজ্যের আলাদা ভাবনা। কেন্দ্রীয় কমিটির মতে, এর ফলে বাংলায় দলের ভাবমূর্তি যেমন নষ্ট হয়েছে, তেমন এর প্রভাব সর্বভারতীয় স্তরেও পড়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সিপিএম এবার দলের পার্টি লাইনেই বদল আনতে চাইছে। সীতারাম ইয়েচুরির বদলে অন্য কাউকে সিপিএমের সাধারণ সম্পাদক করা হতে পারে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *