নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর।।প্রতিবেশীর মারে ঘটনাস্থলে মৃত্যু হয় এক বৃদ্ধের। বৃদ্ধের নাম উপেন্দ্র দেবনাথ ।বয়স৭০। বাড়ি চড়িলাম আর ডি ব্লকের অন্তর্গত চেচুড়ী মাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুধবার রাত সাড়ে এগারোটায় পার্শ্ববর্তী বাড়ির বিপ্লব ঘোষ এবং তার স্ত্রী মিঠু রানী দেববর্মা মিলে উপেন্দ্র দেবনাথ এর বাড়িতে ঢুকে বাড়ির সবাইকে মারধর করে ।
উপেন্দ্র দেবনাথের বুকে ঘুসি মারে। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে উপেন্দ্র দেবনাথ। সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। খবর দেয়া হয় বিশ্রামগঞ্জ থানায়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ এসে উপেন্দ্র দেবনাথকে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবার হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তদের তন্ন তন্ন করে খুঁজছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। এখন পর্যন্ত অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ। এই মারপিটের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা গ্রাম। পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকান্ড বলে জানা গেছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

