নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): কোভিড-টিকাকরণে রেকর্ড গড়েছে ভারত। বৃহস্পতিবার দেশব্যাপী টিকাকরণ অভিযানে ১০০-কোটির মাইলফলকে পৌঁছে গিয়েছে ভারত। এই সাফল্যের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মনসুখ জানিয়েছেন, দূরদর্শী প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বেরই পরিণাম এই সাফল্য।বৃহস্পতিবার সকালেই ১০০-কোটি টিকাকরণের মাইলফলকে পৌঁছেছে ভারত। এরপরই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য টুইট করে জানান, “অভিনন্দন ভারত! দূরদর্শী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যোগ্য নেতৃত্বেরই পরিণাম এটি।” এদিন সকালে দিল্লির কোভিড-১৯ ওয়ার রুমেও যান মনসুখ। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণও। স্বাস্থ্যকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন মনসুখ মান্ডব্য। টুইটে মনসুখ মান্ডব্য এদিন আরও লেখেন, “আমাদের কোভিড যোদ্ধা, স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের কুর্নিশ। আপনাদের দিন-রাত পরিশ্রমেই এই প্রাপ্তি।”হিন্দুস্থান সমাচার। রাকেশ।
2021-10-21