BRAKING NEWS

স্বভাব ও মূল্যবোধে স্বচ্ছতা থাকা উচিত : নরেন্দ্র সিং তোমর

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানালেন, আমাদের স্বভাব ও মূল্যবোধে স্বচ্ছতা থাকা উচিত। মঙ্গলবার স্বচ্ছতা অভিযানের অধীনে কৃষি ভবন নিরীক্ষণ করেন তোমর। সেই সময় আধিকারিক ও কর্মীদের সামনে বক্তব্য রাখার সময় তিনি বলেছেন, স্বচ্ছতার জন্য বিশেষ প্রচেষ্টা চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলাফলও দেখা দিতে শুরু করেছে। প্রধানমন্ত্রী মোদীর এই অভিযানকে সফল করতে প্রত্যেকেরই সদর্থক প্রচেষ্টা করা উচিত।

তোমর বলেছেন, স্বচ্ছতা অভিযানের অধীনে আমরা জনগণের কাছ থেকে যা আশা করি তা সমস্ত ভবন এবং অফিসেও অনুসরণ করা উচিত। প্রত্যেকেরই পরিষ্কার -পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্ব দিতে হবে। নিজের টুইটার হ্যান্ডেলে এদিন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী জানান, স্বচ্ছতা স্বভাবগত ও সংস্কারগত হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *