আগরতলা, ১৮ অক্টোবর (হি. স.) : বাংলাদেশে দূর্গা প্রতিমা ও মন্ডপ ভাংচুর এবং হিন্দুদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সরব হয়েছে ত্রিপুরা রাজ্য জমিয়েত উলামায়ে হিন্দ। আজ আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কাছে ওই ঘটনার প্রতিবাদ ও নিন্দা পত্র তুলে দিয়েছে সংগঠন। জমিয়েত উলামায়ে হিন্দের সভাপতি মুফতি তৈয়ীবুর রহমান বলেন, বাংলাদেশে ওই ঘটনায় নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। তবে, বাংলাদেশের ঘটনায় ত্রিপুরায় শান্তি-সম্প্রীতিতে ব্যাঘাত ঘটে, এমন পরিস্থিতি এড়ানোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হোক।
তিনি বলেন, সাম্প্রতিককালে বাংলাদেশের কুমিল্লা জেলায় একটি পূজা মন্ডপে হনুমানের পায়ের নিচে কোরআন শরীফ রাখাকে ভিত্তি করে সে দেশের বিভিন্ন মন্দিরে ও মন্ডপে ভাঙচুর সহ সংখ্যালঘুদের উপর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ত্রিপুরা রাজ্য জমিয়েত উলামায়ে হিন্দ। রবিবার হিন্দের সভায় সকলেই ওই ঘটনার নিন্দা জানিয়েছেন। সাথে তিনি যোগ করেন, আজ ৫ সদস্যের এক প্রতিনিধি দল ওই ঘটনায় আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কাছে লিখিত প্রতিবাদ ও নিন্দা পত্র তুলে দিয়েছেন। এদিন তিনি প্রশাসনের দাবি করেন, বাংলাদেশে ওই নোংরা ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরায় শান্তি-শৃঙ্খলা, সংহতি, সম্প্রীতি, পরিবেশ ও পরিস্থিতি ভঙ্গ না হয় তার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হোক।