কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): সেই যে রবিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে, বর্ষণ থামার আর কোনও লক্ষণই দেখা যাচ্ছে না কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। সারারাত বিক্ষিপ্ত বৃষ্টি তো হয়েছেই, অবিরাম বৃষ্টি চলছে সোমবারও। কলকাতায় বৃষ্টির বেগ খুব বেশি না হলেও, জেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে সোমবারও। সকাল থেকেই আকাশের মুখ যথারীতি ভার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টা এভাবেই বৃষ্টি চলবে।
প্রবল বর্ষণে নিচু জায়গাগুলিতে ইতিমধ্যেই জল জমে গিয়েছে। গ্রামাঞ্চলে পুকুরের জল রাস্তা ডুবিয়ে দিয়েছে। চাষের জমিতে নষ্ট হয়েছে ফসল। সোমবার কলকাতা ছাড়াও উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া ও হুগলিতে বৃষ্টি হয়েছে। আবহবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৫.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনও বৃষ্টির থেকে রেহাই নেই। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে ২০ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গেও।
2021-10-18

