কলকাতা, ১৮ অক্টোবর (হি. স.) : ওপার বাংলায় হিন্দু নির্যাতনে সরব এবার বাংলাও । বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে সোমবার কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সামনে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করল কলকাতা ইস্কন কর্তৃপক্ষ এবং ভক্তরা।
বিগত বেশ কয়েকদিন ধরেই অশান্ত বাংলাদেশ। দুর্গা প্রতিমা ভাঙচুর থেকে শুরু করে গত কয়েক দিনে বেশ কয়েকটি মন্দিরে হামলা এমনকি ইস্কন মন্দিরে হামলা । সাম্প্রদায়িক এই হিংসায় এখনও প্রাণ হারিয়েছেন অনেকেই। এই ঘটনার প্রতিবাদে সোমবার মোমবাতি, প্ল্যাকার্ড হাতে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিলেন কলকাতা ইস্কন কর্তৃপক্ষ এবং ভক্তরা। তাঁদের বক্তব্য, বিশ্বের যেকোনও প্রান্তে নিজেদের ধর্ম পালনের অধিকার রয়েছে মানুষের। তাই অবিলম্বে বাংলাদেশ সরকারকে হিন্দুদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে।