BRAKING NEWS

বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে বরাকে ভিএইচপির উত্তাল প্ৰতিবাদ, রাষ্ট্ৰপতি–প্ৰধানমন্ত্ৰীকে স্মারকপত্ৰ

করিমগঞ্জ / হাইলাকান্দি (অসম), ১৮ অক্টোবর (হি.স.) : বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে। দুর্গা পুজোয় মায়ের প্রতিমা ও মণ্ডপ ভাঙচুর, ইসকন সহ বহু মন্দিরে হামলা, খুন, ধর্ষণ, লুটপাটের বিরুদ্ধে বরাক উপত্যকার কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে উত্তাল প্ৰতিবাদ সংগঠিত করেছে বিশ্বহিন্দু পরিষদ (ভিএইচপি)। পরিষদের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন রোধ করে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সত্বর ব্যবস্থা নেওয়ার দাবি সংবলিত এক স্মারকপত্র ভারতের রাষ্ট্ৰপতি ও প্ৰধানমন্ত্ৰীর কাছে পাঠানো হয়েছে।আজ সোমবার নির্ধারিত সকাল ১০টায় শিলচর, ১১টায় করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা সদরে বাংলাদেশে দুৰ্গা প্ৰতিমা ভাঙচুর এবং অন্যান্য বহু জেলায় মঠ-মন্দিরে হামলা ও প্রায় ছয়জন হিন্দুকে খুনের প্ৰতিবাদে বিশ্বহিন্দু পরিষদের উদ্যোগে এক প্রতিবাদী মিছিল বের হয়। এদিন শ্রীভূমি জেলা (করিমগঞ্জ জেলা) বিশ্বহিন্দু পরিষদের উদ্যোগে করিমগঞ্জ শহরের এওসি পয়েন্ট থেকে এক বিশাল প্রতিবাদী মিছিল বের করা হয়। এতে পা মেলান জেলার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষ। শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সেই দেশের মৌলবাদী জিহাদিদের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনির পাশাপাশি বিভিন্ন স্লোগানে সীমান্ত শহর করিমগঞ্জের আকাশ-বাতাস সরগরম করে তুলেন। প্রতিবাদের মাধ্যমে তাঁরা বাংলাদেশ সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিতে গিয়ে স্লোগানের মাধ্যমে এই অমানবিক ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবি জানান। অন্যথায় ভারতের হিন্দুরা বাংলাদেশের বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। প্রতিবাদীরা ভারতের সর্বস্তরের জনসাধারণকে বাংলাদেশি পণ্য বয়কট করার পাশাপাশি সেই দেশের সাথে আমদানি রফতানিও বন্ধ করার জোড়ালো দাবি জানান।প্রতিবাদী মিছিল এওসি পয়েন্ট থেকে আরম্ভ করে স্টেশন রোড, ব্রিজ রোড়, কালীবাড়ি রোড পরিক্রমা করে বাংলাদেশ সীমান্তে কুশিয়ারা নদীর বিসর্জন ঘাটে গিয়ে ওই দেশের সরকারকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়ে তাদের মিছিলের সমাপ্তি ঘোষণা করেন। এদিনের শান্তিপূর্ণ প্রতিবাদি কার্যসূচিতে অন্যান্য সংগঠনের মধ্যে অংশগ্রহণ করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বজরং দল এবং ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জের কর্মকর্তারা।এদিকে হাইলাকান্দি শহরের অদি কালীমন্দির প্রাঙ্গণ থেকে প্রতিবাদী মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্ৰধান প্ৰধান রাস্তা প্ৰরিক্রমা করে স্থানীয় নেতাজি পয়েন্ট চৌরঙ্গীতে শেষ হয়। পরে বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে জেলাশাসকের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এক স্মারকপত্র পাঠিয়েছেন। স্মারকপত্রে তাঁরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করেছেন। হাইলাকান্দিতে সহস্রাধিক হিন্দু নাগরিকের সঙ্গে মিছিলে পা মিলিয়েছেন রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী গৌতম রায়ও।হিন্দুস্থান সমাচার / অমল / সমীপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *