BRAKING NEWS

বাংলাদেশ কান্ডে কলকাতা-সহ রাজ্যের ১৮টি স্থানে বিজেপি-র প্রতিবাদ মিছিল

কলকাতা, ১৮ অক্টোবর (হি. স.) : বাংলাদেশ কান্ডে সোমবার কলকাতা-সহ রাজ্যের ১৮টি স্থানে বিজেপি-র প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। মিছিলের চারটি ছবি দিয়ে বারাসতের বিজেপি লিখেছে, “বাংলাদেশে মা দূর্গা, মন্দির ও হিন্দুদের উপর আক্রমণের বিরুদ্ধে বারাসাত সাংগঠনিক জেলার অশোকনগরে প্রতিবাদ মিছিল। নিরীহ হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক!“

উত্তর কলকাতায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে দলের রাজ্য সহ সভাপতি রীতেশ তিওয়ারির নেতৃত্বে, দক্ষিণ কলকাতায় মিছিল হবে বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ থেকে গোলপার্ক। আলিপুরদুয়ারে দলের জেলা অফিস থেকে মিছিলে থাকার কথা বিধানসভার মুখ্য সচেতক মনোজ টিগ্গার। দক্ষিণ নদিয়ায় চাকদহ চৌরাস্তার এবং রাণাঘাটের মিছিলে ছিলেন সাংসদ জগন্নাথ সরকার। ওই জেলায় শান্তিপুর গ্রামিণেও মিছিল হয়। বাঁকুড়ায় নতুনগঞ্জ বড় রথতলার মিছিলে অংশ নেন দলের তিন বিধায়ক নীলাদ্রি শেখর ডানা, সত্যনারায়ণ মুখার্জি ও চন্দনা বাউড়ি। উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, বারাকপুর, হাওড়া গ্রামীণ প্রভৃতি অঞ্চলে দলের জেলা অফিস থেকেও এ দিন বার হয় মিছিল। হুগলির মিছিলে ছিলেন দলের রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জী ও সম্পাদক দীপাঞ্জন গুহ। বর্ধমানের মিছিলে ছিলেন রাজু ব্যানার্জী। সল্ট লেকে করুণাময়ীয়ের মিছিলে ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। হিন্দুস্থান সমাচার/ অশোক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *