করোনা-সংক্রমণ আরও নিম্নমুখী ভারতে, সুস্থতার হার বেড়ে ৯৮.১২ শতাংশ

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): ভারতে কোভিডের দৈনিক সংক্ৰমণ আরও কমে গেল, নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৯৬ জন, ২৩০ দিন পর সর্বনিম্ন দৈনিক সংক্ৰমণ। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ১৬৬ জনের। রবিবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৯,৫৮২ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৮.১২ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ১,৮৯,৬৯৪ জন, বিগত ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা কমেছে ৬,১৫২ জন। ২০২০ সালের মার্চের পর এই প্রথম দেশে সর্বোচ্চ সুস্থতার হার।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১৩,৫৯৬ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার ৩১৫ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৫৬ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন, ২০২০ সালের মার্চ থেকে সর্বনিম্ন। ভারতে ৯৭.৭৯-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত মোট ৯৭ কোটি ৭৯ লক্ষ ৪৭ হাজার ৭৮৩ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে মাত্র ১২ লক্ষ ০৫ হাজার ১৬২ জনকে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১৬৬ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৫২,২৯০ জন (১.৩৩ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা স্বস্তি দিয়ে বেড়েই চলেছে, রবিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৯,৫৮২ জন। ফলে সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩৪,৩৯,৩৩১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.১২ শতাংশ। দেশে এই মুহূর্তে সাপ্তাহিক সংক্রমণের হার ১.৩৭ শতাংশ, বিগত ১১৫ দিন ধরে ৩ শতাংশের নীচে এবং দৈনিক সংক্রমণের হার ১.৩৭ শতাংশ, ৪৯ দিন ধরে ৩ শতাংশের নীচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *