BRAKING NEWS

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ স্বাধীনতার তীর্থস্থান : অমিত শাহ

পোর্টব্লেয়ার, ১৬ অক্টোবর (হি.স.): আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে স্বাধীনতার তীর্থস্থান আখ্যা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের যুব সমাজের কাছ তাঁর আহ্বান, একবার হলেও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আসুন। শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর অ্যাডমিরাল ডি কে জোশিও।

স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেছেন, “বছরের পর বছর ধরে অনেক নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু, এখন সময় এসেছে ইতিহাসে তাঁদের যথাযথ স্থান দেওয়ার। যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের ইতিহাসে স্থান পাওয়া উচিত। এজন্য আমরা এই দ্বীপের নামকরণ করেছি নেতাজির নামে।” অমিত শাহ এদিন আরও বলেছেন, “আমরা আজাদির অমৃত মহোৎসব ও নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫৪ তম জন্মজয়ন্তী উদযাপন করছি। আমরা যখন নেতাজির জীবনের দিকে তাকাই, আমরা উপলব্ধি করি যে তাঁর প্রতি অবিচার করা হয়েছে। তাঁর প্রাপ্য স্থান ইতিহাসে তাঁকে দেওয়া হয়নি।” যুবসমাজের কাছে আহ্বান জানিয়ে অমিত শাহ আরও জানান, “আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হল স্বাধীনতার তীর্থস্থান। আমি সমস্ত যুবসমাজের কাছে একবার হলেও আন্দামান ও নিকোবর দেখার জন্য আহ্বান জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *