BRAKING NEWS

২১৫-দিনের মধ্যে সর্বনিম্ন সক্রিয় রোগী, টানা ৪৫ দিন ৩-শতাংশের নিচে দৈনিক সংক্রমণের হার

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): ভারতে বিগত কিছু দিন ধরে নিরন্তর কমছে করোনা-সংক্রমণের হার। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৮৭ জন। ভারতে সুস্থতার হার বেড়ে ৯৮.০৭ শতাংশে পৌঁছেছে। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ২,০৬,৫৮৬ জন, বর্তমানে সক্রিয় রোগীর হার ০.৬১ শতাংশ, ২০২০ সালের মার্চ মাসের পর সর্বনিম্ন সক্রিয় রোগীর সংখ্যা। এছাড়াও ২১৫-দিনের মধ্যে দেশে এই মুহূর্তে সর্বনিম্ন সক্রিয় রোগী।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে এখন সাপ্তাহিক সংক্রমণের হার ১.৪৪ শতাংশ, টানা ১১১ দিন ৩ শতাংশের (১.৪৪ শতাংশ) নীচে। দৈনিক সংক্রমণের হার ১.৪৬ শতাংশ, ৪৫ দিন ধরে ৩ শতাংশের নীচে। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এযাবৎ ৯৮.৮৮-কোটির বেশি ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট ৯৬ কোটি ৮২ লক্ষ ২০ হাজার ৯৯৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *