BRAKING NEWS

লখিমপুরের ঘটনায় রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে কংগ্রেস, বুধে কোবিন্দের সঙ্গে দেখা করবেন রাহুলরা

নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরির ঘটনায় এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে কংগ্রেস। বুধবার রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল দেখা করবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিতে পারেন কংগ্রেসের প্রতিনিধি দল। রাহুলের নেতৃত্বাধীন ওই প্রতিনিধি দলে থাকবেন এ কে অ্যান্টনি, মল্লিকার্জুন খাড়গে, গুলাম নবী আজাদ, প্রিয়াঙ্কা গান্ধী ভডরা, অধীর রঞ্জন চৌধুরী এবং কে সি বেণুগোপাল।

প্রসঙ্গত, উত্তর প্রদেশের লখিমপুর খেরির ঘটনায় ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে গ্রেফতার করা হয়েছে। সোমবারই আশিসকে ৩-দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রথম থেকেই সরব কংগ্রেস। লখিমপুরে গিয়ে মৃত কৃষকদর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন রাহুলরা। এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *