BRAKING NEWS

Locked the door of the bank : টাকা না পেয়ে ব্যাংকের দরজায় তালা ঝুলিয়ে দিল উত্তেজিত জনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। গোলাঘাটি কাঞ্চনমালা গ্রামীণ ব্যাংক টাকা না পেয়ে ব্যাংকের দরজায় তালা ঝুলিয়ে দিল উত্তেজিত জনতা।আজ দেবী দুর্গার মহাষষ্ঠী আগামীকাল থেকে চারদিনব্যাপী শুরু হতে যাচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তাই পুজোর আনন্দ থাকে একটু ভালোভাবে করার জন্য গ্রামের সাধারণ মানুষ তাদের কষ্টার্জিত ব্যাংক থেকে তুলতে যাচ্ছে যাতে এই টাকা দিয়ে পরিবারের সাথে পুজোটা অন্তত একটু ভালোভাবে কাটানো যায়। এদিকে ব্যাংকে গিয়ে সাধারণ মানুষ হতাশ হয়ে বাড়ি ফিরছেন। ঠিক এমনই একটি চিত্র আজ উঠে আসলো বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা গ্রামীণ ব্যাংকে।

এই ব্যাংকে মানুষ সকাল থেকেই টাকার জন্য লাইন দিতে থাকে কিন্তু ব্যাংকের দায়িত্বে থাকা ম্যানেজার এবং ক্যাশিয়ার গ্রাহকদের স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে টাকা দেওয়া যাবে না নেট নেই। তারপরেও মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে পুজোতে আনন্দ করার জন্য অপেক্ষা করতে থাকে তবু নেটের দেখা মেলেনি গ্রাহকদের। যার ফলে গ্রাহকরা ব্যাংকে প্রখর রোদের মাঝেও দীর্ঘক্ষণ অপেক্ষা করে কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছেনা পরে ব্যাংকের গ্রাহকরা উত্তেজিত হয়ে ব্যাংকের দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের একটাই দাবি আজকের মধ্যেই তাদের টাকা দিতে হবে। শুধু তাই নয় এই ব্যাংকে বেশ কয়েক মাস ধরেই নেট এর প্রচন্ড সমস্যা রয়েছে এবং ব্যাংকের আপডেট করার মেশিন টিও বেশ কয়েক মাস ধরে খারাপ কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই এতদিন ধরে। পাশাপাশি গ্রাহকরা ব্যাংকের এক ক্যাশিয়ারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এই ক্যাশিয়ার অনেকদিন গতিতে কাজ করে থাকে যার ফলে মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং গ্রাহকদের সাথে ও সব সময় খারাপ আচরণ করে থাকেন। ব্যাংকের দরজায় তালা ঝুলিয়ে কমপক্ষে 200 লোক বিক্ষোভ দেখাতে থাকেন। গ্রাহকদের মধ্যে কিছু লোক টাকা না পেয়ে খালি হাতে নিরাশ হয়ে বাড়ি ফিরে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাংকে তালা ঝুলিয়ে অবরোধ করছে গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *