লখনউ, ১০ অক্টোবর (হি.স) : লখিমপুরকাণ্ডের তদন্তে প্রথম থেকেই পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে শনিবার রাতে গ্রেফতার করল পুলিশ। জিজ্ঞাসাবাদের প্রায় ১২ ঘণ্টা পর পুলিশ ঘোষণা করেছে, লখিমপুর হিংসাকাণ্ডে জড়িত থাকার অপরাধে আশিস মিশ্রকে গ্রেফতার করা হয়েছে।
লখিমপুরের ঘটনার পর থেকেই আশিস মিশ্রকে গ্রেফতার করার দাবি উঠতে থাকে নানা মহল থেকেই। লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তা নিয়ে তদন্তের পরেই আশিস মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, আশিসকে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরও সন্তোষজনক উত্তর মেলেনি। একাধিক অসঙ্গতি ছিল তাঁর বয়ানে। আশিস মিশ্র দাবি করেছিলেন তিনি গত রবিবার অর্থাত্ ঘটনার দিন ঘটনাস্থল থেকে ৪-৫ কিলোমিটার দূরে একটি কুস্তি প্রতিযোগিতায় ছিলেন। কিন্তু স্থানীয় লোকজনের বয়ান বলছে ঘণ্টা দুইয়ের জন্য সেখান থেকে গায়েব হয়েছিলেন মন্ত্রীপুত্র। এছাড়া আশিস মিশ্রের মোবাইল ফোনের লোকেশনও বলছে, তিনি কুস্তি প্রতিযোগিতাতে ছিলেন না। রবিবার আদালতে তোলা হতে পারে আশিসকে। তাঁর বিরুদ্ধে জেরা চলাকালীন পুলিশের সঙ্গে অসহযোগিতার অভিযোগও রয়েছে।