BRAKING NEWS

বিলেতি মদ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর ।। শারদ উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে পুলিশ ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। বিশেষ করে অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার এবং নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। আসন্ন শারদীয় দুর্গোৎসবে যাতে কোনোভাবেই অশান্তির বাতাবরণ কায়েম না হয় এবং নেশার কবলে পড়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন ইতিমধ্যেই নেশা বিরোধী অভিযান শুরু করেছে।


বৃহস্পতিবার রাতে নেশা বিরোধী অভিযানে নেমে তেলিয়ামুড়া থানার পুলিশ প্রায় লক্ষাধিক টাকার বিলেতী মদ উদ্ধার করেছে। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া বাজার সংলগ্ন এলাকা থেকে টিআর০৪সি০৫৫৬ নম্বরের একটি মারুতি ভ্যানে করে অবৈধভাবে মজুত করা বিলেতী মদ নিয়ে গঙ্গানগরের দিকে যাওয়ার পথে স্থানীয় বাজারে গাড়িটিকে ধাওয়া করে আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে কুড়ি প্যাকেটে এবং ছয়টি ব্যাগে অবৈধভাবে মজুত করা বিলেতী মদ উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে পুলিশ গাড়িতে থাকা পবিত্র রিয়াংকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। পুলিশ তাকে প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে এই বিলেতী মদ তেলিয়ামুড়া থেকে গঙ্গানগরের দিকে যাচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *