BRAKING NEWS

পরিবর্তনের সুফল, রাজ্যের গ্রামীণ এলাকায় ২ লক্ষ ৭৩ হাজার ৮১টি বাড়িতে পানীয়জলের সংযোগ

আগরতলা, ৮ অক্টোবর (হি. স.) : পরিবর্তনের সুফল বললে হয়তো ভুল হবে না। কারণ, ত্রিপুরায় গ্রামীণ এলাকায় প্রত্যেক বাড়িতে বিনামূল্যে পানীয়জলের সংযোগ প্রদানের কাজ চলছে। অটল জলধারা মিশনে গত ২০১৮ সালের ২৮ নভেম্বর থেকে এবছর ৭ অক্টোবর পর্যন্ত ২ লক্ষ ৭৩ হাজার ৮১টি বাড়িতে বিনামূল্যে পানীয়জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে।


পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তর থেকে জানানো হয়েছে, এবছর ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ৩ হাজার ৬২০টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। দপ্তর থেকে পরিসংখ্যান দিয়ে জানানো হয়েছে, উল্লেখিত সময়ে উত্তর ত্রিপুরা জেলায় ৪৭৬টি, ঊনকোটি জেলায় ২৩৬টি, ধলাই জেলায় ৩৭৩টি, খোয়াই জেলায় ৩১৩টি, পশ্চিম ত্রিপুরা জেলায় ৩৬২টি, সিপাহীজলা জেলায় ৬৪৯টি, গোমতী জেলায় ৬৭১টি এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ৫৪০টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, ত্রিপুরায় প্রত্যেকের বাড়িতে পানীয় জলের সংযোগ প্রদানের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। স্বাধীনতার ৭৫ তম বর্ষেও ত্রিপুরার প্রত্যন্তে সকলের কাছে পরিশ্রুত পানীয় পৌছে দেওয়া সম্ভব হয়নি। বাম জমানায় চরম ব্যর্থতার কারণে পানীয় জল সংগ্রহে আজও গিরিবাসীদের দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। তবে, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর মিশন মুডে সকলের বাড়িতে পানীয় জল পৌছে দেওয়ার কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *