কাঠমান্ডু, ৫ অক্টোবর (হি.স.): নেপালের কাঠমান্ডু বিমানবন্দরের রানওয়েতে পিছলে গেল একটি বিমান। মঙ্গলবার শ্রী এয়ারলাইন্স-এর একটি ঘরোয়া বিমান রানওয়েতে পিছলে যায়। এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। বিমানবন্দরে বিমান ওঠা-নামাতেও কোনও বিঘ্ন হয়নি।
কাঠমান্ডু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে পিছলে যায় শ্রী এয়ারলাইন্স-এর একটি ঘরোয়া বিমান। বিমানের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। পাশাপাশি কাঠমান্ডু বিমানবন্দরে বিমান ওঠা-নামাতেও কোনও বিঘ্ন হয়নি। পরিষেবা স্বাভাবিকই ছিল।