BRAKING NEWS

SUCI has joined the protests : কৃষক আন্দোলনের উপর গুলি চালনা, প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছে এসইউসিআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর।। উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনের উপর গুলি চালনা এবং গাড়িচাপা দিয়ে ছয়জনকে হত্যার ঘটনার প্রতিবাদে দেশজুড়ে তীব্র প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে। এর প্রতিবাদে রাজ্যেও প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছে এসইউসিআই। আজ আগরতলা দক্ষিণ বাধারঘাটে এস ইউ সি আই ( সি ) এবং এ আই কে কে এম এস – এর যৌথ উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন এস ইউ সি আই ( সি )- এর রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক ।

তিনি অভিযোগ করেন উত্তরপ্রদেশের লক্ষিমপুর খেরিতে কৃষক আন্দোলনকারীদের উপর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের পুত্র এবং বিজেপি গুন্ডাবাহিনী কনভয় থেকে গুলি করে এক কৃষককে হত্যা করেছে এবং গাড়ি চাপা দিয়ে মোট ছয় জনকে হত্যা করেছে। কৃষকরা গত দশ মাস ধরে তিনটি কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার এবং বিদ্যুৎ বিল প্রত্যাহার করার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কৃষকদের এই আন্দোলন বানচাল করার লক্ষ্যে এ ধরনের চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করা হয়। অবিলম্বে এই ঘটনার দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের অপসারণ এবং দোষীদের কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে। সংগঠনের রাজ্য সম্পাদক অরুন আরো অভিযোগ করেছেন রাজ্য সরকার বিরোধীদের কণ্ঠরোধ ও আন্দোলন স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে আগরতলা শহরের দুটি থানা এলাকায় ১৪৪ ধারা জারি করে রেখেছে।দেশজুড়ে এই কৃষক আন্দোলন আরো জোরদার করার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য এসইউসিআই মঙ্গলবার দেশজুড়ে এই ঘটনার প্রতিবাদে প্রতিবাদ-বিক্ষোভ আন্দোলনে শামিল হয়েছে। আন্দোলনের অংশ হিসেবে রাজধানী আগরতলা শহর দক্ষিণাঞ্চলে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় এসইউসিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *