BRAKING NEWS

Private cleaners at AGMC : এজিএমসিতে বেসরকারি সাফাই কর্মীরা গত ছয় মাস ধরে তাদের বেতন-ভাতা পাচ্ছে না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর।। আগরতলা জিবি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত বেসরকারি সাফাই কর্মীরা গত ছয় মাস ধরে তাদের বেতন-ভাতা পাচ্ছে না। বেতন-ভাতার দাবিতে সংশ্লিষ্ট সাফাই কর্মীরা মঙ্গলবার জিবি মেডিকেল সুপারের অফিস ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন। সাফাই কর্মীরা জানান তারা একটি বেসরকারি সংস্থার অধীনে দীর্ঘ বছর ধরে সাফাইয়ের কাজ করে আসছেন। গত ছয় মাস ধরে বেতন ভাতা না পাওয়ায় তারা জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন। যে বেসরকারি সংস্থার অধীনে তারা কাজ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেও তারা বেতন-ভাতা পাচ্ছেন না। প্রাপ্ত ব্যক্তি তাদেরকে জানান দপ্তর থেকে টাকা পয়সা দেওয়া হচ্ছে না।

সে কারণেই তাদের বেতন-ভাতা মিটিয়ে দেওয়া যাচ্ছে না। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কোম্পানির কর্মকর্তা মঙ্গলবার আন্দোলন স্থলে এসে জানান গত মার্চ মাসে তার কাজের লিখিত সময়সীমা শেষ হয়ে গেছে। সীমা অতিক্রম হয়ে যাওয়ার পর মেডিকেল সুপারের কাছে জানতে চেয়েছেন তিনি কি কাজ বন্ধ করে দেবেন কিনা। তখন মেডিকেল পাটনা কি বলেছিলেন যেহেতু নতুন করে কাউকে কাজ দেওয়া হয়নি সেহেতু কাজ চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখনও পর্যন্ত কাজের চুক্তির বিষয়ে কোনো লিখিত কাগজপত্র দেয়নি স্বাস্থ্য দপ্তর। এ বিষয়ে বারবার যোগাযোগ করেও ব্যর্থ হয়েছেন দায়িত্বপ্রাপ্ত ওই ব্যক্তি। যখন শ্রমিকরা টাকার জন্য চাপ সৃষ্টি করছে তখন হাসপাতাল কর্তৃপক্ষ নাকি তাদের দায়িত্ব অস্বীকার করছেন। হাসপাতাল কর্তৃপক্ষের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মানসিকতায় সাফাই শ্রমিক সহ সকলের মধ্যেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি no হয়েছে। অবিলম্বে তাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *