Role of the fourth pillar of democracy : সত্যনিষ্ঠভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করছে জাগরণ : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর৷৷ ত্রিপুরার প্রথম দৈনিক সংবাদপত্র জাগরণ এর ৬৮তম বছরে পদার্পনে রাজ্যের তথ্য ও সংসৃকতি মন্ত্রী অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন৷ আজ এক বিবৃতিতে তিনি বলেন, সংবাদপত্রের জগতে নিঃসন্দেহে জাগরণ এক পরিচিত ও জনপ্রিয় নাম৷ যা সত্যনিষ্ঠভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে চলছে৷


তিনি বলেন, বিগত বছরে বিভিন্ন সময়ে চলার পথে যেমন ছিল প্রতিকূলতা ঠিক তেমনি সামাজিক, রাজনৈতিক এবং পেশাগত প্রতিবদ্ধকতার মধ্য দিয়ে জাগরণ এর এই যাত্রা করতে হয়েছে৷
তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্র জনমত তৈরীতে সাহায্য করে এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চয়ই মানুষকে সঠিক দিশায় প্রভাবিত ও দিকনির্দেশ করে থাকে৷ জাগরণ তার এক প্রকৃত উদাহরণ৷ আমি ব্যক্তিগত এবং সরকারি তরফে জাগরণ এর মালিকপক্ষ, কর্মচারী এবং অগণিত শুভানুধ্যায়ী যাদের শুভেচ্ছা ও পরিশ্রমে ভর করে জাগরণ প্রতিষ্ঠা পেয়েছে তাদের শুভেচ্ছা জানাচ্ছি৷ বিগতদিনের ন্যায় আগামীদিনেও জাগরণ বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আমি আশা রাখছি৷