উত্তরবঙ্গে ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

শিলিগুড়ি, ৫ অক্টোবর (হি. স.) : উত্তরের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। মঙ্গলবার কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার এই জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারতেও এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার এই দুই জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে, উত্তর দিনাজপুর জেলায় মঙ্গলবার মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।