বন্দ্ব মেটাল কমিশন, চিরাগ পেলেন ‘হেলিকপ্টার’ ও পশুপতি ‘সেলাই মেশিন’

নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি.স.): রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর থেকেই লোক জনশক্তি পার্টি-র অন্দরে বিবাদ চলছিল। চিরাগ ও পশুপতি, এই ভাইপো-কাকার মধ্যে বিবাদের ফলে এলজেপি-র প্রতীক চিহ্ন সম্প্রতি বাজেয়াপ্ত করে দিয়েছিল নির্বাচন কমিশন। বিহারে আসন্ন উপ-নির্বাচনের আগে চিরাগ পাসোয়ান ও পশুপতি কুমার পরশের মধ্যে বিবাদ চরমে ওঠার পর, দলের প্রতীক চিহ্ন কে ব্যবহার করবে তা নিয়ে দ্বন্দ্ব হয়। চিরাগ ও পরশ দু’জনেই লোক জনশক্তি পার্টির প্রতীক চিহ্ন ব্যবহার করতে চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। কমিশন এরপর ঠিক করে লোক জনশক্তি পার্টি তাদের চিরাচরিত বাংলো চিহ্নটি আর আসন্ন উপনির্বাচনে ব্যবহার করতে পারবে না।

অবশেষে মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে, চিরাগ পাসোয়ানকে লোক জনশক্তি পার্টি (রাম বিলাস)-র প্রতীক চিহ্ন হেলিকপ্টার বরাদ্দ করা হয়েছে ও পশুপতি কুমার পরশকে ‘রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি’-র নাম দিয়ে ‘সেলাই মেশিন’ প্রতীক চিহ্ন বরাদ্দ করা হয়েছে। এদিন নির্বাচনের সিদ্ধান্ত স্বাগত জানিয়ে পশুপতি বলেছেন, “আমি খুশি। আমাকে রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির নাম ও সেলাই মেশিন প্রতীক বরাদ্দ করা হয়েছে।” উল্লেখ্য, ২০০০ সালের ২৮ নভেম্বর রামবিলাস পাসোয়ান লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠা করেছিলেন।