অশান্ত লখনউয়ে ১৪৪ ধারা ; পুলিশের গাড়িতে আগুন ও বিক্ষোভ কৃষকদের

লখনউ, ৪ অক্টোবর (হি.স.): লখিমপুর খেরির সংঘর্ষের ঘটনায় বিক্ষোভের আঁচ পৌঁছে গেল লখনউতে। সোমবার লখনউয়ের রাস্তায় প্রতিবাদ শুরু করেছেন বিক্ষোভকারীরা। ক্রমেই অশান্ত হয়ে উঠছে উত্তরপ্রদেশের রাজধানী। লখিমপুরের পরে এ বার লখনউয়েও জারি করা হয়েছে ১৪৪ ধারা। উত্তরপ্রদেশের মোরাদাবাদে দিল্লি-লখনউ জাতীয় সড়কের উপরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষকরা। তার ফলে অবরুদ্ধ জাতীয় সড়ক।
সোমবার সকালেই লখিমপুরে যাওয়ার চেষ্টা করেন সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তাঁকে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে রাস্তার মধ্যে ধর্ণা শুরু করেন তিনি। তাঁকে আটক করে লখনউ পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যেই অশান্ত হয়ে ওঠে এলাকা। অখিলেশের বাড়ির বাইরে পুলিশের একটি জিপে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পুলিশের গাড়িতে কে আগুন লাগাল, তা জানার চেষ্টা করছে