স্কুল খুলে গেল মহারাষ্ট্রে, মুম্বইয়ে আপাতত চলবে অষ্টম-দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন

মুম্বই, ৪ অক্টোবর (হি.স.): মুম্বই থেকে পুণে, কোলহাপুর থেকে নাসিক-মহারাষ্ট্রের সর্বত্র সোমবার থেকে খুলে গেল স্কুল। সোমবার সকাল থেকেই মুম্বই-সহ মহারাষ্ট্রের সমস্ত জেলায় স্কুল খুলে দেওয়া হয়েছে। আপাতত মহারাষ্ট্রের গ্রামীণ এলাকার স্কুলে চলবে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন এবং মুম্বই ও পুণের মতো শহরে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পঠনপাঠন চলবে। করোনা-বিধি ও যাবতীয় সতর্কতা মেনেই সোমবার শিক্ষাঙ্গন খুলেছে মহারাষ্ট্রে। এদিন মুম্বইয়ের একটি স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, অধিকাংশ শিক্ষক ও শিক্ষিকারাই টিকা নিয়েছেন, যাঁরা টিকা নেননি তাঁদের আরটি-পিসিআর টেস্ট নেগেটিভ এসেছে।

কোভিডের আগ্রাসনের জন্য দীর্ঘ অনেকমাস ধরে স্কুল ছিল বন্ধ মুম্বইয়ে। শিক্ষাঙ্গনে ফেরার জন্য উদ্বিগ্ন ছিলেন ছাত্র-ছাত্রীরা। অবশেষে সোমবার থেকে স্কুল খুলল মহারাষ্ট্রে। তবে, মহারাষ্ট্রের গ্রামীণ এলাকার স্কুলগুলিতে চলবে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন এবং শহরের স্কুলগুলিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পঠনপাঠন চলবে।