BRAKING NEWS

244 people died in the country : ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত কমল, মৃত্যু হয়েছে ২৪৪ জনের

নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স) : উৎসবের মরশুমে দেশের দৈনিক করোনা সংক্রমণে ফের স্বস্তি। গত ২৪ ঘণ্টায় প্রায় ৬ শতাংশ কমল সংক্রমণ। এই নিয়ে পরপর দু’দিন করোনা সংক্রমণ বড় অঙ্কে হ্রাস পেল। সেই সঙ্গে ফের অনেকটা কমল দেশের অ্যাকটিভ কেস। যা স্বাস্থ্যমন্ত্রককে বড়সড় স্বস্তি দেবে।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২২ হাজার ৮৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে অনেকটা কম। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২৪৪ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটা বেশি। সেটাই চিন্তায় রাখছে স্বাস্থ্যমন্ত্রককে। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৪৮ হাজার ৮১৭ জন।
সংক্রমণ কমার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বড়সড় স্বস্তি দিয়েছে করোনার অ্যাকটিভ কেসে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ৫৫৭ জন। যা গত ১৯৯ দিনের মধ্যে সর্বনিম্ন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩০ লক্ষ ৯৪ হাজার ৫২৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৫ হাজার ৯৩০ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ৯০ কোটি ৫১ লক্ষেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৭৩ লক্ষের বেশি নাগরিক।গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১২ লক্ষ ৬৫ হাজার মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *