বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তে লক্ষাধিক টাকার তরল মাদক ও অস্ত্র সহ ধৃত ২

বসিরহাট, ৩০ সেপ্টেম্বর (হি. স.) : উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত-বাংলাদেশ সীমান্তের আখারপুর এলাকা থেকে ক্ষাধিক টাকার তরল মাদক ও অস্ত্র সহ ধৃত ২ । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর রাতে কুখ্যাত দুষ্কৃতী আবুল হোসেন মন্ডল এক সঙ্গীকে নিয়ে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকে। এলাকায় অপরাধমূলক কাজের জন্যই তারা জড়ো হচ্ছিল বলে পুলিশ মনে করে। গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ আধিকারিক সুরিন্দর সিংয়ের নেতৃত্বে বাহিনী এলাকায় পৌঁছয়। প্রথমে আবুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। ফের কথায় অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয় তাকে। পলাতক অপর এক দুষ্কৃতী ।ধৃত দুষ্কৃতীর বাড়ি গাছা এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটো আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ