নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্ঢেম্বর৷৷ পূর্ব ও পশ্চিম আগরতলা থানা এলাকায় ৪ নভেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারির বিরোধিতা করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ত্রিপুরা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন আইনজীবী তথা মানবাধিকার কর্মী সমরজিৎ ভট্টাচার্য৷ আদালত এই মামলার শুনানি শেষে ত্রিপুরা সরকারকে নোটিশ দিয়ে পরবর্তী শুনানির দিন ৫ অক্টোবর ধার্য করেছে৷
প্রসঙ্গত, দুগর্োৎসব এবং করোনার প্রকোপ নিয়ন্ত্রণে রাখা ও সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের জেরে গত ২১ সেপ্ঢেম্বর সকাল ৬-টা থেকে ৪ নভেম্বর মধ্যরাত পর্যন্ত পশ্চিম ত্রিপুরার জেলাশাসক পূর্ব ও পশ্চিম আগরতলা থানা এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন৷ পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের এই সিদ্ধান্তকে মানবাধিকার লঙ্ঘন এবং মৌলিক অধিকারে হস্তক্ষেপের অভিযোগ এনে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন আইনজীবী তথা মানবাধিকার কর্মী সমরজিৎ ভট্টাচার্য৷
আজ মঙ্গলবার ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এএ কুরেশি এবং বিচারপতি এসজি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়েছে৷
এদিন মামলাকারীর পক্ষে আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ সওয়াল করে বলেন, ত্রিপুরা সরকার অযৌক্তিক ও বেআইনিভাবে নাগরিক অধিকারের ওপর নগ্ণ হস্তক্ষেপ করেছে৷ এদিকে, অ্যাডভোকেট জেনারেল মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রবল আপত্তি করেন৷ উভয় পক্ষের বক্তব্য শোনার পর উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ ত্রিপুরা সরকারকে নোটিশ জারি করেছে৷ আগামী ৫ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত৷

