চন্ডীগড়, ২৯ সেপ্টেম্বর (হি.স.): পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার এই প্রথম মুখ খুললেন নভজ্যোৎ সিং সিধু। জানালেন, কারও সঙ্গে তাঁর ব্যক্তিগত শত্রুতা নেই। কিন্তু, নৈতিকতার সঙ্গে তিনি আপোষ করতে পারবেন না। বুধবার সকালে সিধু একটি ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করেন। ওই ভিডিও-র মাধ্যমে সিধু জানিয়েছেন, ” কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই আমার। আমার ১৭ বছরের রাজনৈতিক জীবনের একটি উদ্দেশ্য ছিল, মানুষের জীবনকে উন্নত করতে চেয়েছিলাম। এটাই আমার একমাত্র ধর্ম।”
সিধু আরও জানিয়েছেন, “নৈতিকতার সঙ্গে আমি আপোষ করতে পারি না। এতদিন আমি যা দেখলাম, তা হল পঞ্জাবের বিভিন্ন ইস্যু ও এজেন্ডার সঙ্গে আপোষ করা। আমি ছদ্মবেশ ধারণ করতে পারি না।” সিধু আরও বলেছেন, “দীর্ঘদিন পঞ্জাবের জন্য লড়েছি। একটা সময় কলঙ্কিত নেতা, অফিসার ছিল সিস্টেমে, তার পুনরাবৃত্তি হতে দেওয়া যেতে পারে না।”

