BRAKING NEWS

Road blocked at kamalpur : রাস্তা সংস্কারের দাবিতে রাঙ্গিছড়া-কমলপুর অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৮ সেপ্টেম্বর।। রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে রাঙ্গিছড়া কমলপুর রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা। অবরোধের ফলে দুর্ভোগ পোহাতে হয় জনগণকে। বেশ কয়েক বছর ধরে কমলপুর বাস টার্মিনাল থেকে বালিগাঁও ভায়া রাঙিছড়া পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা বেহাল দশায়। মঙ্গলবার সকাল ১০ থেকে রাঙিছড়া–কমলপুর রাস্তা অবরোধ করেন বালিগাঁও, বিলাসছড়া ও গঙ্গানগর গ্রামবাসীরা। স্থানীয় পূর্ত দপ্তর থেকে কোন উদ্যোগ গ্রহন করে নি। গ্রামবাসীদের বক্তব্য, বহুবার স্থানীয় পূর্ত দপ্তরে দাবী জানানো হয়েছে দীর্ঘ বেহাল রাস্তা মেরামতের জন্য। রাস্তার সিংহ ভাগ বড় বড় গর্তে পরিনত হয়েছে। ছোট বড় কোন যানবাহন চলাচল করতে পারছে না।

যদি চলাচল করে যাত্রীদের কাছ থেকে তিনগুণ পয়সা নিয়ে। কারন, রাস্তার ভগ্ন দশার দরুন যানবাহন গুলি বিকল হয়ে পড়ছে। এই অবস্থায় গ্রামবাসীদের চরম দুর্ভোগে পড়েছে। বাধ্য হয়ে গ্রামের মহিলা পুরুষরা অবরোধে সামিল হন। বেলা সাড়ে বারোটা নাগাদ খবর পেয়ে অবরোধ স্থানে ছুটে আসেন কমলপুর থানার পুলিশ ও স্থানীয় পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রনব দেববর্মা ও জুনিয়র ইঞ্জিনিয়ার কালী পদ ধর। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রণব দেববর্মা গ্রামবাসীদের আশ্বাস দেন দূর্গা পূজার আগে রাস্তার বড় বড় গর্ত গুলি ভরাট করে দেওয়া হবে। দূর্গা পূজার পর রাস্তা মেরামত করা হবে। তাছাড়া এই রাস্তার টেন্ডার হয়ে গেছে বলে জানান। এরপর গ্রামবাসীরা আশ্বাস পেয়ে দুপুর ১ টায় অবরোধ তুলে নেন। প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে রাস্তা সংস্কার করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *