কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি.স.): কলকাতায় ভারত বনধের তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি। তবে, সোমবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার যাদবপুর স্টেশনে রেল অবরোধ করেন বাম কর্মী-সমর্থকরা। রেল লাইনের মাঝে বসে বিক্ষোভ দেখান তাঁরা। বেশ কিছু সময় ধরে চলে রেল অবরোধ। ফলে সমস্যায় রেল যাত্রীরা। বনধের সমর্থনে ব্রাবোর্ন রোডে অবরোধ করা হয়।
কৃষকদের ডাকে ভারত বনধ-এর মিশ্র প্রভাব লক্ষ্য করা গিয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। কোথাও রেল অবরোধ করা হয়, কোথাও আবার সড়ক অবরুদ্ধ করা হয়। জলপাইগুড়ি থেকে মালদহ, হুগলি থেকে হাওড়া-জেলায় জেলায় বনধের মিশ্র প্রভাব লক্ষ্য করা গিয়েছে।