নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি.স) : রবিবার থেকে শুরু হবে ঐতিহ্যবাদী সুদিরমান কাপ। নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত অভিজ্ঞতা আর তারুণ্যের মেলবন্ধনে তৈরি ভারতীয় দল। গ্রুপ এ’তে ভারতের সঙ্গে রয়েছে থাইল্যান্ড, আয়োজক দেশ ফিনল্যান্ড ও গতবারের চ্যাম্পিয়ন চিন। প্রতিটি টাইয়ে দুটি করে সিঙ্গলস এবং তিনটি ডাবলস ম্যাচ খেলা হবে।
সুদিরমানে কাপের ভারতীয় দলে নেই টোকিও অলিম্পিকের রুপোজয়ী পিভি সিন্ধু বা বিশ্বের প্রাক্তন এক নম্বর সাইনা নেওয়ালও। অভিজ্ঞ সিন্ধুদের বদলে মহিলা সিঙ্গলস খেলবেন মালবিকা, অদিতি ভাটরা। একেবারে শেষমুহুর্তে পুরুষদের ডাবলস থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন টোকিও অলিম্পিকে সাড়া ফেলা চিরাগ শেট্টী, স্বস্তিকরাজ রাঙ্কিরেড্ডি জুটি। সুদিরমান কাপে পুরুষ ডাবলসে হিসাবে অংশ নেবেন ধ্রুব কাপিলা ও এমআর অর্জুনের অনভিজ্ঞ ভারতীয় জুটি।
একাধিক বিখ্যাত নামের অনুপস্থিতিতে ভারতীয় দলকে আপাত দূর্বল মনে হলেও পুরুষ সিঙ্গলস ও মহিলাদের ডাবলসের অবস্থা অনেকটাই ভালো। পুরুষ সিঙ্গলসে খেলবেন সাই প্রনীত, কিদাম্বি শ্রীকান্ত। অন্যদিকে মহিলা ডাবলসে চ্যালেঞ্জ ছুঁড়বেন অশ্বিনী পোনাপ্পা ও এন সিক্কি রেডি জুটি।

