Maharaja Bir Bikram Manikya Bahadur’s Birthday Celebrated : মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুর এর জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আগরতলা বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুর এর জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আগরতলা বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীতে। মহারাজা বীরচন্দ্র মানিক্য বাহাদুরের ১৮৩ তম জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে lআগরতলা বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীতে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহারাজা বীরচন্দ্র মাণিক্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মহারাজা বীর বিক্রম বাহাদুর মানিক্যকে আধুনিক ত্রিপুরার পথিকৃৎ বলে আখ্যায়িত করা হয়। মহারাজ বীর বিক্রম মানিক্য বাহাদুর ত্রিপুরাকে আধুনিক ত্রিপুরা হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। রাজ আমলে তিনি বুঝতে পেরেছিলেন একটি গ্রন্থাগার গড়ে তোলা প্রয়োজন। আধুনিক ত্রিপুরার পথিকৃৎ মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরকে স্মরণ করে রাখতে রাজ্যবাসীকে তার প্রতি শ্রদ্ধা জানাতে আহ্বান জানান কর্মকর্তারা।