ওয়াশিংটন, ২৪ সেপ্টেম্বর (হি.স.): আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে অবশেষে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ওয়াশিংটনে কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেন মোদী, বিভিন্ন বিষয়ে উভয়ের মধ্যে কথোপকথন হয়েছে। টুইট করে মোদী জানিয়েছেন, “ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করে খুশি। তাঁর কৃতিত্ব সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করেছে। আমরা একাধিক বিষয়ে কথা বলেছি, যা ভারত ও আমেরিকার মধ্যে বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে।”
মোদী ও কমলা হ্যারিসের মধ্যে কী কী আলোচনা হয়েছে সে বিষয়ে ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, মহাকাশ, তথ্যপ্রযুক্তি, উদীয়মান প্রযুক্তি ও স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে মোদী ও হ্যারিসের মধ্যে। সন্ত্রাসবাদ নিয়েও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী ও আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট। সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকা নিয়েও তাঁরা আলোচনা করেছেন।

