নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৪ সেপ্টেম্বর।। আগামী ২৭শে সেপ্টেম্বর ভারত বন্ধের ধর্মনগরে পাঁচটি বামপন্থী গণসংগঠনের ডাকে কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশন থেকে দেশব্যাপী বন্ধ সফল করার জন্য আহ্বান জানানো হয়।আগামী ২৭শে সেপ্টেম্বর ভারত বন্ধের ডাক দিয়েছে সারা ভারত সংযুক্ত কিষান মোর্চা।উক্ত ভারত বন্ধের সমর্থণে ৫টি বামপন্থী রাজনৈতিক দলের এককনভেনশন অনুষ্ঠিত হয়েছে সিপি আই এম ধর্মনগর মহকুমা দপ্তরের সভা গৃহে।
কনভেনশনে বামপন্থী দলের প্রতিনিধিরা ২৭ সেপ্টেম্বর ভারত বন্ধের সমর্থনে তাদের আলোচনা করেন।মূলত কৃষি আইনের বিরোধিতা করেই সারা দেশ জুড়ে বন্ধের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিপি আই এম উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত। তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বদলে কৃষকদের স্বার্থ বিঘ্নিত করার লক্ষ্যে কৃষি আইন পরিবর্তন করেছে। এ ধরনের প্রচেষ্টা দেশের কৃষি ব্যবস্থার উপর মারাত্মক আঘাত নামিয়ে আনতে পারে বলে তিনি উল্লেখ করেন। কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে কৃষকরা যখন আন্দোলনে সামিল হয়েছেন তখন সে আন্দোলন স্তব্ধ করে দেওয়ার জন্য বর্তমান কেন্দ্রীয় সরকার নানা চক্রান্ত শুরু করেছে।
যাবতীয় চক্রান্ত প্রতিহত করে কৃষকরা দেশব্যাপী আন্দোলন নয় মাস ধরে চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমাদের রাজ্য প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রান্ত নীতির উল্লেখ করে সিপিআইএম উত্তর জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত বলেন কেন্দ্রীয় সরকার জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেই সব প্রতিশ্রুতি পালন করেনি। প্রতিশ্রুতি ভঙ্গ কারি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনে সামিল হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।২৭ সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে ধর্মনগরে আয়োজিত পাঁচটি গণসংগঠনের ডাকা কনভেনশনে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। ধর্মঘট সফল করার জন্য কনভেনশন থেকে জোরালো আওয়াজ উঠেছে।

