বেঙ্গালুরুর জনবহুল বাজারে শক্তিশালী বিস্ফোরণ, হত ৩

বেঙ্গালুরু, ২৩ সেপ্টেম্বর (হি.স) : বৃহস্পতিবার দুপুরে আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে বেঙ্গালুরুর কে আর মার্কেট। মুহূর্তে ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা।আশেপাশের মানুষ বুঝতে পারেন বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় এক গোডাউনে আগুন জ্বলতে দেখে খবর দেন দমকলকে। পরে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করলেও ওই বিস্ফোরণে তিন জনের প্রাণহানি হয়েছে বলে জানা যায়। আহত হয়েছেন আরও ২ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনের অবস্থা সঙ্কটজনক৷

দমকল জানিয়েছে, এদিন সাড়ে ১২টা নাগাদ কে আর মার্কেটের ওই গোডাউনেই বিস্ফোরণটি ঘটে। দোকানের কাছেই রাখা ছিল কতগুলি বাইক। সেগুলি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এছাড়া বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। তবে একজন বাদে বাকি দু’জনের নাম পরিচয় জানা গিয়েছে। মৃতরা হল,আসলাম পাশা এবং মনোহর।
কিভাবে বিস্ফোরণটি ঘটে তা পরিষ্কার নয়। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বাজি ফেটে বিস্ফোরণটি ঘটেছে। যদিও আরও তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন বেঙ্গালুরু দক্ষিণের ডিসিপি হরিশ পাণ্ডে।