নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। সাতাশে সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সংগঠনগুলি। কৃষি বিল ,শ্রম আইন এবং বিদ্যুৎ বিলের বিরোধিতা করে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটের সমর্থনে বুধবার তেলিয়ামুড়া সিপিআইএমের কনভেনশন অনুষ্ঠিত হয়। তিনটি কৃষি আইন, শ্রম আইন ও বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে বামপন্থী গনসংগঠন গুলির যৌথ মঞ্চের উদ্যোগে সি.পি.আই.এম তেলিয়ামুড়া মহকুমা কার্যালয়ে কনভেনশন অনুষ্ঠিত হয় ।
এই কনভেনশনে উপস্থিত ছিলেন সি.পি.আই.এম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী,জেলা কমিটির সদস্য সুভাষ নাথ,সি.পি.আই.এম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, জেলা কমিটির সদস্য মনিন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্যরা । বুধবারের এই কনভেনশনে তেলিয়ামুড়া মহকুমার বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতৃত্বদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কনভেনশনে আলোচনা করতে গিয়ে সি.পি.আই.এম রাজ্য সম্পাদক জীতেন চৌধুরী বলেন, আগামী ২৭ শে সেপ্টেম্বর ভারতবর্ষে ব্যাপী ধর্মঘট ডাকা হয়েছে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল ,শ্রম আইন এবং বিদ্যুৎ বিলের বিরোধিতা করে। বিগত দশ মাস ধরে চলছে এই আন্দোলন। এই আন্দোলনকে বানচাল করতে কেন্দ্রীয় সরকার যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছে। তাই ওই দিন ভারতবর্ষের সাথে সাথে তেলিয়ামুড়াও যাতে করে বন্ধ সফল হয় সে উদ্দেশ্যে কর্মী সমর্থকদের কাছে আহ্বান রাখেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও সংগঠনের শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী।