আমেরিকার উদ্দেশে রওনা প্রধানমন্ত্রী, সে দেশে ঠাসা কর্মসূচির মোদীর

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): ঠাসা কর্মসূচি নিয়ে আমেরিকার উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে আমেরিকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চলতি সপ্তাহেই দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াশিংটনে চতুর্দেশীয় অক্ষ বা ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠক হবে। তাতেও যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোয়াড সম্মেলন ছাড়াও রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

আমেরিকা রওনা হওয়ার প্রাক্কালে এদিন সকালে প্রধানমন্ত্রী নিজেই টুইট করেছেন। জানান, বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে মজবুত করাই তাঁর আমেরিকা সফরের লক্ষ্য। পাশাপাশি চেষ্টা থাকবে, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক সুসংহত করা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়ে সহযোগিতা দৃঢ় করা। আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ নিয়েও মুখিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী। টুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ব্যক্তিগতভাবে এই প্রথম প্রেসিডেন্ট বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে কোয়াড নেতাদের সম্মেলনে অংশ নেব। কোয়াড সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।