কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি.স.): অবিশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দফায় দফায় বৃষ্টিতে ক্লান্ত বঙ্গবাসী, তার উপর আবার বৃষ্টিতে জমে থাকা জলে ভোগান্তি আরও বেড়েছে। গত দু’দিনের মতো বুধবারও সকাল থেকেই মেঘে ঢাকা ছিল কলকাতা ও সংলগ্ন জেলার আকাশ। ভোর থেকেই বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘুর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মৌসুমী অক্ষরেখার জেরে গত ক’দিন ধরেই বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার পাশাপাশি বুধবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দুই পরগনা, হাওড়াতেও হতে পারে বৃষ্টি। রবিবার থেকে টানা বৃষ্টিতে জল জমায় বিপর্যস্ত হয়েছে কলকাতার বিভিন্ন প্রান্তের জনজীবন। কারও বাড়িতে জল ঢুকেছে, কোথাও আবার রাস্তায় হাঁটু পর্যন্ত জল। সবমিলিয়ে ভোগান্তি চরমে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.২ ডিগ্রি সেলসিয়ায় এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।

