Fire incident at Gandachera : অগ্ণিকান্ডে ভষ্মিভুত গন্ডাছড়ার এক জুমিয়া পরিবারের বসতঘর

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২০ সেপ্ঢেম্বর৷৷ অগ্ণিকাণ্ডে ভস্মীভূত এক অসহায় জুমিয়া পরিবারের পাশে বিধায়ক৷ সোমবার গন্ডাছড়া এডিসি ভিলেজের বধন্যা পাড়ার বাসিন্দা কর্জমোহন ত্রিপুরার বসত ঘরে অগ্ণিকান্ডের ঘটনাটি ঘটে৷ এই সময় কর্জমোহনের স্ত্রী বসত ঘরে রান্না করছিল৷

আর সেখান থেকেই অগ্ণিকাণ্ডের সূত্রপাত বলে জানা যায়৷ প্রত্যক্ষদর্শীরা গন্ডাছড়া অগ্ণিনির্বাপক দপ্তরে খবর দিলে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ছন বাঁশের তৈরি ঘরটি সম্পূর্ণ ভাবে পুড়ে যায়৷ জানা যায় আগুন লাগার সময় কর্জমোহন বাড়ীতে ছিল না৷ তাদের চার জনের পরিবার৷ জুমিয়া এই পরিবারটি গৃহহীন হয়ে বর্তমানে অসহায় অবস্থায় আছে৷ এদিকে অগ্ণিকাণ্ডের ঘটনার খবর পেয়ে এলাকার বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা কর্জমোহন ত্রিপুরার বাড়িতে ছুটে যান এবং অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সব ধরনের সরকারী সাহায্য সহযোগিতার আশ্বাস দেন৷