গুয়াহাটি, ২১ সেপ্টেম্বর (হি.স.) : অসমে রাজ্যসভার একমাত্র শূন্য আসনে উপ-নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করেছেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ এবং আয়ুষ দফতরের মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। আজ মঙ্গলবার নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী সকাল ঠিক ১০:৫৮ মিনিটে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, বিজেপির প্রদেশ সভাপতি ভবেশ কলিতা, রাজ্য সরকারের দুই শরিক দল অগপ সভাপতি তথা মন্ত্রী অতুল বরা, ইউপিপিএলের সভাপতি তথা বিটিআর-প্রধান প্রমোদ বড়ো, হস্ততাঁত মন্ত্ৰী উৰ্খাও গৌরা ব্ৰহ্ম, জলসম্পদ মন্ত্ৰী পীযূষ হাজরিকা, স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত, সাংসদ ভূবনেশ্বর কলিতা সহ বেশ কয়েকজন দলীয় শীর্ষ পদাধিকারীদের সঙ্গে নিয়ে রাজ্য বিধানসভা সচিবের হাতে তাঁর মনোনয়নপত্র তুলে দিয়েছেন সর্বানন্দ।
কেন্দ্ৰীয় জাহাজ, বন্দর, জলপরিবহণ এবং আয়ুষ দফতরের মন্ত্ৰী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এখনও মাজুলির বিধায়ক। খুব শীঘ্রই তিনি বিধায়ক পদে ইস্তফা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্প্রসারিত মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী পদে গত ১১ জুলাই রাষ্ট্রপতি ভবনের দরবার হল-এ পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করেছিলেন তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালে মোদী সরকারের প্রথম কাৰ্যকালে সর্বানন্দ সনোয়াল কেন্দ্রীয় ক্ৰীড়া ও যুব কল্যাণ দফতরের প্রতিমন্ত্ৰী (স্বতন্ত্র) হিসেবে কাৰ্যনিৰ্বাহ করেছিলেন। এর পর ২০১৬ সালে অসম বিধানসভা নিৰ্বাচনে বিজেপিকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেবার মাজুলির বিধায়ক হিসেবে নিৰ্বাচিত হওয়ার পর অসমে বিজেপি নেতৃত্বাধীন সরকারের প্ৰথম মুখ্যমন্ত্ৰী হয়েছিলেন তিনি। এবার ২১-এর বিধানসভা নির্বাচনেও তিনি মাজুলি থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসানো হয় হিমন্তবিশ্ব শর্মাকে।
এদিকে ২১-এর বিধানসভা নির্বাচনের আগে ২০২০ সালের ২১ নভেম্বর রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন অসমের অন্যতম আঞ্চলিক দল বিপিএফ-এর কাৰ্যনির্বাহী সভাপতি বিশ্বজিৎ দৈমারি। তিনি এখন বিজেপি সদস্য এবং অসম বিধানসভার অধ্যক্ষ। বিশ্বজিৎ দৈমারির পদত্যাগের পর থেকে রাজ্যসভার এই আসন শূন্য হয়ে পড়ে।
এবার, কেন্দ্ৰীয় মন্ত্ৰী হিসেবে কাৰ্যকাল চালিয়ে নিয়ে যেতে সনোয়ালকে রাজ্যসভায় নিৰ্বাচিত হওয়া প্ৰয়োজন। তাই আজ তিনি মনোনয়ন জমা করেছেন। অসমে রাজ্যসভার উপ-নিৰ্বাচন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হয়ে যাবেন সনোয়াল।

