আগরতলা, ২০ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে, পিসিএম এবং পিসিবি উভয় বিভাগে ঈশিতা দাস প্রথম হয়েছেন। আজ সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ড. জি চেল ফলাফলের ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, এবছর জয়েন্ট এন্ট্রান্সে মোট ৩৭৮৮টি আবেদন জমা পড়েছিল। তাঁদের মধ্যে পিসিএম গ্রুপে ১৫৬০ জন এবং পিসিবি গ্রুপে ৩০৮১ জন পরীক্ষা দিয়েছিলেন। তিনি জানান, পিসিএম এবং পিসিবি উভয় গ্রুপে ঈশিতা দাস প্রথম হয়েছেন। এছাড়া পিসিএম গ্রুপে নবারুণ ভট্টাচার্য দ্বিতীয় এবং মনজিত মজুমদার তৃতীয় স্থান দখল করেছেন। তেমনি পিসিবি গ্রুপে সৌরদীপ দাস দ্বিতীয় এবং নবারুণ ভট্টাচার্য তৃতীয় স্থান দখলে সক্ষম হয়েছে।
প্রসঙ্গত, এবছর জয়েন্ট এন্ট্রান্সে সাধারণ শ্রেনীর ২৩৮৪টি, তপশিলি জনজাতি ৭২৬টি এবং তপশিলি জাতি শ্রেনীর ৬৭৮টি আবেদন জমা পড়েছিল।

