ইটানগর, ২০ সেপ্টেম্বর (হি.স.) : অরুণাচল প্রদেশের প্রায় ২০টি স্থানে ভূমিধসের ফলে ব্যাপক প্রভাবিত হয়েছে যানবান চলাচলে। তবে রাস্তা থেকে ধস সাফাই করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে বর্ডার রোড অর্গানাইজেশন।
জানা গেছে, পশ্চিম কামেং জেলার ভালুকপং-বমডিলা সড়কে জামিরি গেটের ওপর প্রায় কুড়িটি জায়গায় পাহাড়ের ধস পড়েছে। গত কয়েকদিন ধরে, বিশেষ করে শুক্র, শনি ও রবিবারের লাগাতার ভারী বৃষ্টিপাত হচ্ছে। এমতাবস্থায় গত শনিবার সন্ধ্যা থেকে ধস পড়া শুরু হয়েছে। সব থেকে প্রভাবিত হয়েছে গুরুত্বপূর্ণ বালিপাড়া-চারিদুয়ার-তাওয়াং (বিসিটি, বিসিটি সড়কটি তিন জেলা যথাক্রমে পূর্ব কামেং, পশ্চিম কামেং এবং তাওয়াংকে সংযুক্ত করেছে) সড়ক। এতে যানবাহন চলাচলে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
বর্ডার রোড অর্গানাইজেশনের (বিআরও) কমান্ডার কর্নেল অনিল কটিয়াল জানান, সেসা এবং নেচিপু এলাকার মধ্যবর্তী বিস্তীর্ণ রাস্তা ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার দরুন উভয় প্রান্তে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী গাড়ী আটকে পড়ে। কমান্ডার কর্নেল অনিল কটিয়াল জানান, ভূমিধসের খবর পেয়ে ধসের মাটি সাফাইয়ের সরঞ্জাম সহ বিআরও জওয়ানদের কয়েকটি দল ধস-বিধ্বস্ত অঞ্চলগুলিতে পাঠানো হয়েছে। ধ্বংসাবশেষ পরিষ্কার করে পুনঃসংযোগের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।
তবে তিনি জানান, ইতিমধ্যে কয়েকটি জায়গায় আটকে পড়া ছোট ছোট যানবাহন গত রাত থেকে ধস-বিধ্বস্ত এলাকা দিয়ে চলাচল শুরু করেছে। আজকের মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এলাকা সাফাই হয়ে যাবে বলে আশা করছেন বিআরও কমান্ডার কর্নেল অনিল কটিয়াল।

